• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়াকে বঞ্চিত করার প্রতিবাদে আখাউড়ায় শক্ত প্রতিবাদ 

     dailybangla 
    11th Nov 2025 8:57 pm  |  অনলাইন সংস্করণ

    জ. ই বুলবুল : ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া) আসনে বিএনপির মনোনয়নবঞ্চনার প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আখাউড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আখতার খানসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া কসবা ও আখাউড়া উপজেলার প্রতিটি নেতাকর্মীর পাশে থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করেছেন। অথচ তাকে অযৌক্তিকভাবে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে, যা তৃণমূলের কর্মীদের গভীরভাবে হতাশ করেছে।

    নেতারা অভিযোগ করেন, দলের এক অদৃশ্য মহলের প্রভাবে ৯০ বছরের বেশি বয়সী, দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত ও অসুস্থ এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। যদিও তিনি এক সময়ে প্রভাবশালী নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন, বর্তমানে বয়সের ভারে ন্যায্যভাবে দায়িত্ব পালন করার সামর্থ্য নেই। তাই আসনটিতে পুনঃবিবেচনা আনা জরুরি।

    বক্তারা কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের প্রতি জোর দাবি জানান, জনপ্রিয়, ত্যাগী ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেওয়া হোক। অন্যথায় আখাউড়া ও কসবা উপজেলার নেতাকর্মীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

    সূত্রে জানা গেছে, আগামীকাল ১২ নভেম্বর বুধবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে অংশগ্রহণকারীরা কাফনের কাপড় পরে প্রতিবাদ জানানোর পরিকল্পনা করেছেন।

    নেতারা সমাবেশে পুনরায় জানান, এ ধরনের মনোনয়নবঞ্চনা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং তৃণমূল কর্মীদের মনোবল নষ্ট করে। তাই কেন্দ্রীয় নেতৃত্বকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, যাতে দলের ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় থাকে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031