আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল কানাডাও
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঞ্চলে ৭.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার অনুভূতি কানাডার ইউকন পর্যন্ত পৌঁছায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শনিবার রাতে ইয়াকুতাতের কাছে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। আলাস্কার রাজধানী জুনো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে কম্পনটি অনুভূত হয়।
গার্ডিয়ানের তথ্যে বলা হয়, এটি ছিল একটি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল এবং জনবসতি তুলনামূলক কম। হোয়াইটহর্স পুলিশের বরাত দিয়ে জানানো হয়, স্থানীয় জরুরি সেবায় কয়েকটি কল এসেছে এবং অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প অনুভবের কথা জানিয়েছেন।
মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এতে সুনামির কোনো আশঙ্কা নেই। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশকও রেকর্ড করা হয়েছে।
বিআলো/শিলি



