আলেমদের দীর্ঘ সংগ্রামের সুবাস মিলছে: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেম-ওলামাদের দীর্ঘ দিনের মেহনত ব্যর্থ হয়নি। নানা দমন-পীড়নের পরও ইসলামি শক্তি নতুন উদ্যমে উঠে দাঁড়াচ্ছে।
সোমবার জাতীয় যাদুঘরে বাংলাদেশ মসজিদ মিশন আয়োজিত ‘মুসলিম পারিবারিক আইন: প্রেক্ষিত বাংলাদেশ’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের বহু ধারা শরিয়তের সঙ্গে সাংঘর্ষিক হলেও সে সময় ওলামারা প্রতিরোধ গড়ে তুলেও সফল হতে পারেননি।
হিলে বিয়েকে হারাম উল্লেখ করে তিনি বলেন, তালাকের অপব্যবহারের সুযোগ নিয়ে কিছু মানুষ নারীদের প্রতি অবমাননাকর আচরণ করছে, যা ইসলামের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে।
তিনি আরও বলেন, আলেমদের দায়িত্ব ফতোয়া দেওয়া, কিন্তু দণ্ডবিধি আরোপের ক্ষমতা আদালতের। শরিয়াহ আইন বাস্তবায়নের দাবির ক্ষেত্রে তিনি সংসদে শরিয়তপন্থী সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সেমিনারে শীর্ষ আলেম, শিক্ষাবিদ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিআলো/শিলি



