আলোর দিশার উদ্যোগে ৩ শতাধিক ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: মানবতার কল্যাণে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশার উদ্যোগে তিন শতাধিক ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সংগঠনটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অয়ন কুমার ব্রহ্ম তাঁর পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকি উপলক্ষে নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে রাজবাড়ী রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় অবস্থানরত পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর দিশা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে অয়ন কুমার ব্রহ্মের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন,
“আমরা চাই আলোর দিশার আলো জেগে উঠুক প্রিয় মাতৃভূমির প্রতিটি সন্তানের হৃদয়ে। ২০১৮ সাল থেকে আলোর দিশা রক্তদান, বস্ত্রদান, খাদ্যদানসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আপনাদের সহযোগিতায় আমরা সারা বাংলাদেশের ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।”
কর্মসূচি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে অয়ন কুমার ব্রহ্ম বলেন,
“এটাই আমার আত্মার শান্তি। প্রতি বছর আমার বাবার মৃত্যুবার্ষিকিতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় এই মানবিক কাজ করার চেষ্টা করি। আপনারাও এগিয়ে আসুন—দেখবেন মনের মাঝে এক অন্যরকম শান্তি অনুভব করবেন, যা পৃথিবীর কোনো ভোগবিলাসে পাওয়া যায় না।”
এ সময় আরও উপস্থিত ছিলেন আলোর দিশা সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয় মৃধা, প্রচার সম্পাদক চন্দন কুমার, দপ্তর সম্পাদক মো. রাসেল, যুগ্ম দপ্তর সম্পাদক তপু কুমারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
বিআলো/ইমরান



