আশুলিয়ায় সন্ত্রাসী কায়দায় ব্যবসায়ীর বাড়ি দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বেপরোয়া হয়ে উঠেছে আশুলিয়ার জাতীয় পার্টির নেতা আবুল কালাম আজাদ। একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক এক ব্যবসায়ী অসহায় নারীর বাড়ি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিসহ স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যার নং-১৫১০ তারিখঃ ২৫/০৮/২০২৪।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৫০ বছর ধরে আশুলিয়ার ধলপুরে পরিবার নিয়ে স্বামীর বসত- ভিটা ভোগ করে আসছেন ব্যবসায়ী নাজমুন নাহার। ওই বাড়িতে বিউটি ট্যোবাকোর একটি গোডাউনও ভাড়া দেওয়া রয়েছে। নিরাপত্তার স্বার্থে রয়েছে পুলিশ কল্যাণ ট্রাস্টের নিরাপত্তা প্রহরীও। ছাত্র আন্দোলনে ৫ আগস্ট সরকার পতনের পর ১৩ আগস্ট একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে বাড়ির নিরাপত্তা প্রহরীদের মারধর করে ওই বাড়ি ও গোডাউনের দখল নেন আবুল কালাম আজাদ। এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করলে সেনাবাহিনীর হস্তক্ষেপে দখলমুক্ত করা হয় ওই নারীর বসত বাড়ি।
এরই ধারাবাহিকতায় গেলো ১ সেপ্টেম্বর আবুল কালাম আজাদ ফের সশস্ত্র সন্ত্রাসী নিয়ে বাড়ির নিরাপত্তা প্রহরীদের মারধর করে বের করে বাড়িটি দখল করে নেয়। এ ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ অবস্থায় আবুল কালাম আজাদ ও তার বাহিনীর হুমকিতে চরম আতঙ্কে রয়েছে ব্যবসায়ী নাজমুন নাহার।
জানা গেছে, আবুল কালাম আজাদ জাতীয় পার্টি করলেও তার ছেলে হাসনাত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের দমনে অগ্রণী ভূমিকা রাখে সে। আন্দোলনে হত্যার ঘটনায় এরইমধ্যে হাসনাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
বিআলো/তুরাগ



