আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনে জোর: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটকে কেন্দ্র করে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ‘হ্যাঁ’-এর পক্ষে শক্ত জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেন, সংবিধান, উচ্চকক্ষ বা নিম্নকক্ষের মতো বিষয় সাধারণ মানুষের কাছে জটিল মনে হলেও গণভোট তাদের দৈনন্দিন জীবনে কী প্রভাব ফেলবে তা সহজভাবে তুলে ধরতে পারলেই জনসমর্থন আদায় সম্ভব হবে।
বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে গণভোট বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। যারা নির্বাচন চান না, তারা সর্বোচ্চ চেষ্টা করবেন যেন নির্বাচন না হয়। তাই জনগণকে যত বেশি সম্পৃক্ত করা যাবে, তত দ্রুত অশুভ শক্তি ও নির্বাচনবিরোধী চক্রান্ত পরাজিত হবে।”
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতসহ রাষ্ট্রীয় বিভিন্ন সেবার সঙ্গে গণতান্ত্রিক কাঠামোর সরাসরি সম্পর্ক রয়েছে। একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে গণভোটে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।
সভায় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ



