• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আহ্‌ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সফলভাবে রক্তদান শিবিরের আয়োজন 

     dailybangla 
    21st Feb 2025 10:16 pm  |  অনলাইন সংস্করণ

     নজরুল ইসলাম জুলু: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্সুয়ার্স অফ পারপাস এর আয়োজনে ও এস.এ হোম সলুশনের পৃষ্টপোষকতায় আহ্‌ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছে।

    শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্তরাজশাহী ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই অনুষ্ঠানটি পরিচালিত হয়।

    জীবন বাঁচানো এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে রক্তদানের উপকারীতা,কারা দিতে পারবে এবং পারবে না এ বিষয়ে লিফলেট বিতরন হয়।

    অনুষ্ঠানের শুরুতে উদ্বোধন করেন আহ্‌ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রোফেসর ড. মো: শহিদুল ইসলাম ও এস. এ হোম সলুশনের প্রতিষ্ঠাতা আশিক আহমেদ এবং পারসুয়ার্স অফ পারপাস এর সহ-সভাপতি আব্দুল লতিফ। পারসুয়ার্স অফ পারপাস এর সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাদ নিজের রক্ত দান করে এই কর্মসূচি শুরু করেন। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন মো: ইকবাল মতিন,রসায়ন বিভাগের প্রভাষক মোসা: নুসরাত জাহান, ইংরেজী বিভাগের প্রভাষক বিপ্লবী গুহ এবং সেকশন অফিসার অদিতি দত্ত।এছাড়া রাজশাহী ব্লাড ব্যাংক থেকে থেকে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিষ্ট সুলতান মাহমুদ ও ল্যাব এটেন্ডেন্ট রাজু আহমেদ।

    ক্যাম্পে শিক্ষার্থী, অনুষদ সদস্য এবং কর্মীদের উৎসাহী অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, যারা সকলেই একটি মহৎ উদ্দেশ্যে রক্তদান করতে এগিয়ে এসেছিলেন। পার্সুয়ার্স অফ পারপাসের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন, একটি সুষ্ঠু ও সুসংগঠিত দান প্রক্রিয়া নিশ্চিত করেছিলেন। রাজশাহী ব্লাড ব্যাংকের চিকিৎসা পেশাদাররা রক্তদান তত্ত্বাবধান করেছিলেন, দাতাদের নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করেছিলেন।

    অনুষ্ঠানে পার্সুয়ার্স অফ পারপাসের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাদ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, দাতা এবং স্বেচ্ছাসেবকদের প্রতি অনুষ্ঠানটি সফল করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জীবন বাঁচাতে রক্তদানের তাৎপর্যের উপর জোর দেন এবং মানবিক প্রচেষ্টায় অবদান রাখার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা তুলে ধরেন।

    এই উদ্যোগটি মানবতার সেবা এবং সমাজকল্যাণের লক্ষ্য পূরণের জন্য পার্সুয়ার্স অফ পারপাসের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। সংস্থাটি ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা করে, আরও বেশি লোককে রক্তদান এবং সমাজসেবায় এগিয়ে আসতে উৎসাহিত করে।

    আরও তথ্যের জন্য যোগাযোগ করুন: পার্সুয়ার্স অফ পারপাস [যোগাযোগ : ০১৯০৫-২৯৭৭১৭, ০১৩২৭-৭২১৯১৭ (সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাদ), ই মেইল: pursuersofpurpose@gmail.com, fb : Pursuers Of Purpose ]

    বিআলো/শিলি

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031