• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইইউ’র পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপ স্থগিত করলো যুক্তরাষ্ট্র 

     dailybangla 
    26th May 2025 6:33 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ জুলাইয়ের ৯ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ফোনালাপের পর এ ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একসঙ্গে বসে সমঝোতায় পৌঁছাতে আলোচনা করার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

    ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়ে টানাপড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। হঠাৎ ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকির পর, আলোচনার গতি যেন বদলে গেল এক ধাক্কায়। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন সিদ্ধান্তে শুল্কারোপের সময়সীমা পেছানো হয়েছে জুলাইয়ের ৯ তারিখ পর্যন্ত।

    স্থানীয় সময় রোববার (২৫ মে) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ফোনালাপের পর এ ঘোষণা দেন ট্রাম্প।

    তিনি বলেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে আমার ফোনালাপ হয়েছে। তিনি ১ জুনের সময়সীমা কিছুটা বাড়াতে অনুরোধ করেন। বলেছেন, এবার তারা গুরুত্বপূর্ণ আলোচনায় যেতে চান। আমাদের মধ্যে খুব ভালো একটি ফোনালাপ হয়েছে এবং আমি সময় পিছিয়ে দিতে সম্মত হয়েছি। ৯ জুলাই হবে সেই নতুন তারিখ, যেটা তিনি অনুরোধ করেছিলেন।

    গত মাসে যুক্তরাষ্ট্র বেশিরভাগ ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা পরে অর্ধেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়। এই সময়ের মধ্যেই কার্যকর চুক্তির আশায় চলছিল আলোচনা। কিন্তু সম্প্রতি আলোচনায় ধীরগতির অভিযোগ তুলে হঠাৎই ১ জুন থেকে সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান ট্রাম্প।

    তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের কূটনীতিকরা একাধিক বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে।

    যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে ইউরোপের প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে, যেখানে আমদানি হয় প্রায় ৩৭০ বিলিয়ন ডলারের পণ্য। এই অসম বাণিজ্যই মূলত ট্রাম্পের ক্ষোভের কারণ বলে মনে করা হচ্ছে। তবে, দ্রুত একসঙ্গে বসে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

    এদিকে, ফ্রান্স ও জার্মানি কূটনৈতিকভাবে সমস্যার সমাধান চেয়েছে এবং বাণিজ্য সম্পর্ক আরও খারাপ হওয়া এড়াতে ইইউ আপাতত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ স্থগিত রেখেছে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে কার্যকর চুক্তিতে পৌঁছাতে দুই পক্ষই প্রস্তুত বলেও জানানো হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930