ইউক্রেন শান্তি প্রস্তাব না মানলে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে: ট্রাম্প
আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে প্রণীত ২৮ দফার গোপন শান্তি প্রস্তাব গ্রহণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আনুষ্ঠানিক সময়সীমা বেঁধে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে মত না দিলে ইউক্রেন থেকে মার্কিন সমর্থন পুরোপুরি প্রত্যাহারের হুমকিও দিয়েছেন তিনি।
ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে তৈরি করা ২৮ পয়েন্টের যে শান্তি পরিকল্পনাটি সম্প্রতি ফাঁস হয়েছে, তা অনেক আগে থেকেই জেলেনস্কির হাতে পৌঁছে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটির বিষয়ে সম্মতি জানানোর জন্য তিনি ইউক্রেনকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন।
ফক্স নিউজ রেডিওকে দেওয়া শুক্রবারের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই ইউক্রেনকে সিদ্ধান্ত জানাতে হবে। তবে প্রয়োজনে সময় বাড়ানোও হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তাঁর ভাষায়, ‘সব বিষয় ভেবে দেখেই ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছি। এটা যথেষ্ট বলেই মনে করি।’
পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও জানান, শান্তি পরিকল্পনার কয়েকটি অংশ অতীতে জেলেনস্কি গ্রহণ করেননি। এবার আর সেই সুযোগ নেই। ট্রাম্প বলেন, ‘এই পরিকল্পনা তাকে পছন্দ করতেই হবে। যদি না করে, তাহলে যুক্তরাষ্ট্র আর এই যুদ্ধের অংশ হবে না; তারা চাইলে যুদ্ধ চালিয়ে যেতে পারে।’
গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর ট্রাম্প ও জেলেনস্কির প্রথম মুখোমুখি বৈঠক যে খুব একটা ইতিবাচক হয়নি, সেটিও মনে করিয়ে দেন তিনি। সেই বৈঠকের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘ওভাল অফিসে আমি তাকে বলেছিলাম, আপনার হাতে কোনো কার্ড নেই।’ তথ্যসূত্র: রয়টার্স
বিআলো/শিলি



