ইউক্রেনের আরো একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে নতুন অগ্রগতির দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভোস্টক বাহিনীর একটি ইউনিট জাপোরিঝিয়া অঞ্চলের চেরভোন নামে একটি বসতি দখল করেছে। কিয়েভ এখনো দাবি স্বীকার করেনি।
এর আগে পোকরোভস্ক শহর নিয়ন্ত্রণের দাবি করলেও ইউক্রেন জানিয়েছিল, শহরের উত্তরাংশ তাদের দখলেই আছে। পাল্টা প্রমাণ হিসেবে রাশিয়া ভিডিও প্রকাশ করেছে।
রুশ সেনারা খেরসন, দোনেৎস্ক ও ক্রমাতোরস্কে বিমান, কামান ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এতে কয়েকজন নিহত ও আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো।
জবাবে ইউক্রেন রাতে ড্রোন হামলা চালায় এবং রাশিয়ার দাবি অনুযায়ী, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৫১টি ড্রোন ভূপাতিত করেছে। কৃষ্ণসাগরে নৌড্রোন হামলার আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে বলেও জানায় মস্কো।
এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক যোগাযোগ চলমান। মার্কিন শান্তি-প্রস্তাব প্রত্যাখ্যানের খবর ক্রেমলিন অস্বীকার করে বলেছে, আলোচনার দরজা এখনো খোলা। ন্যাটো বৈঠকে পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে চার বিলিয়ন ডলারের বেশি সহায়তা গঠনের ঘোষণা দেয়। একইসঙ্গে ইইউ ২০২৭ সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি শূন্যে নামানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: আনাদোলু
বিআলো/শিলি



