ইউরোপকে কঠোর বার্তা পুতিনের, ‘যুদ্ধ চাইলে প্রস্তুত রাশিয়া’
আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপের অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউরোপ যদি সংঘাতে ঝুঁকে পড়ে, তবে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত।
মঙ্গলবার মস্কোর একটি বিনিয়োগ ফোরামে বক্তৃতা শেষে প্রশ্নোত্তরে পুতিন অভিযোগ করেন, ইউরোপ শান্তি প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।
তার দাবি, ইউরোপীয় দেশগুলো কোনো শান্তিপূর্ণ এজেন্ডায় নেই, বরং যুক্তরাষ্ট্রের উদ্যোগে বাধা দিচ্ছে।
তিনি বলেন, ইউরোপ যুদ্ধবিরতির যে শর্তগুলো দিয়েছে, সেগুলো রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। ‘আমরা লড়াই চাই না, তবে ইউরোপ যদি চায়-আমরা প্রস্তুত।’
এদিকে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো পৌঁছালেও পুতিন এখনো তাদের সঙ্গে বৈঠকে বসেননি।
পরিস্থিতি নিয়ে কিয়েভের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শেষের এখনই সবচেয়ে ভালো সুযোগ তৈরি হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, বিবিসি
বিআলো/শিলি



