ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি হত্যা মামলায় দুই আসামি রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেফতার দুই আসামিকে পুনরায় রিমান্ডে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আশা, রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে শুনানিকালে এ আশা প্রকাশ করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, “আগের তিনদিনের রিমান্ডে আসামিরা বিভিন্ন তথ্য দিয়েছেন। এবার আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করি।”
রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিম (২৩)। তাদের ডিবি আবেদন ও আদালতের অনুমোদনের ভিত্তিতে রিমান্ডে নেওয়া হয়।
পিপি ওমর ফারুক ফারুকী বলেন, “ডিবির তদন্ত অনুযায়ী হত্যাকাণ্ডে যুক্তদের সীমান্ত পারাপারে জড়িত চক্রের মূল হোতা হিসেবে ‘ফিলিপ’ নামের একজন ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার নেতৃত্বে পুরো সীমান্ত পারাপার কার্যক্রম পরিচালিত হয়েছে। তাকে শনাক্ত ও গ্রেফতার, কিলিং মিশনে কারা যুক্ত ছিল এবং অন্য কেউ জড়িত আছে কি না, তা উদ্ঘাটনের জন্য আসামিদের পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন।”
তিনি আরও জানান, “হত্যাকাণ্ডের অর্থদাতা, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের শনাক্ত না করা হলে মামলার পূর্ণ চিত্র পাওয়া সম্ভব হবে না। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের পুলিশি রিমান্ডে রাখা জরুরি।”
ডিবি জানিয়েছে, হত্যাকাণ্ডের পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা সিবিয়ন ও সঞ্জয়ের সহায়তায় সীমান্ত পার হয়ে পালিয়ে যান।
বিআলো/এফএইচএস



