ইনসাফভিত্তিক দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার মাগুরায় জামায়াতে ইসলামী’র
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ন্যায়ভিত্তিক ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মাগুরায় শক্তিশালী শোডাউন করল জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের নোমানী ময়দান থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ মিছিল ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মিছিলে জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এর আগে নোমানী ময়দানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক এমবি বাকের।
তিনি বলেন, “আমরা এ দেশে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না। অতীতের মতো এবারও স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়াবো। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকল জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা শুধু জামায়াতের প্রতীক নয়—এটি ন্যায়বিচার, সমতা ও অধিকার আদায়ের প্রতীক। দেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাই আমাদের শক্তি।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের প্রার্থী মোঃ আব্দুল মতিন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী এখন জনগণের আস্থার প্রতীক। আমরা মাগুরাকে দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত করতে চাই। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন আমাদের অঙ্গীকার। প্রয়োজন হলে মাগুরায় পাঁচশ বেডের আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।” তিনি আরও জানান, “মাগুরার সামগ্রিক উন্নয়নে আমরা জনগণের সঙ্গে আছি এবং উন্নয়নযাত্রা অব্যাহত থাকবে।”
সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পুরো সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল। নেতাকর্মীরা জানান, নির্বাচনের আগ পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং গণসংযোগ আরও জোরদার করবেন।
বিআলো/তুরাগ



