ইনস্টাগ্রামের মতো নোটস ফিচার এখন হোয়াটসঅ্যাপে
বিআলো ডেস্ক: কাজের আলোচনা হোক বা ব্যক্তিগত আলাপ; যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ নতুন ব্যবহার বান্ধব ফিচার যোগ করেছে। একসময় ব্যবহারকারীরা নিজেদের সংক্ষিপ্ত পরিচয় লিখে রাখতেন ‘স্ট্যাটাস’ সেকশনে। পরে সেটি বাদ দেওয়া হলেও এবার আধুনিক রূপে আবার ফিরিয়ে আনা হয়েছে।
ইনস্টাগ্রামের ‘নোটস’- এর মতো হোয়াটসঅ্যাপ চালু করেছে নতুন ‘অ্যাবাউট’ আপডেট। ব্যবহারকারীরা স্বল্পদৈর্ঘ্যের লেখা পোস্ট করতে পারবেন, যা কেবল তাদের কনট্যাক্ট লিস্ট দেখতে পাবে।
মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম জানায়, এবার অ্যাবাউট সেকশনে যুক্ত হয়েছে উন্নত নিরাপত্তা, সহজ ব্যবহারের সুবিধা এবং আরও দৃশ্যমানতা।
এই অ্যাবাউট স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, চাইলে ব্যবহারকারী সময় নির্ধারণও করতে পারবেন। প্রাইভেসি সেটিংস থেকে নির্ধারণ করা যাবে, কারা আপনার এই আপডেট দেখতে পাবে। ব্যস্ততার কারণে বার্তা দিতে না পারলে এখানেও নোট রেখে জানানো যাবে। অনুভূতি, চিন্তা বা ছোট বার্তা শেয়ার করাও সম্ভব।
ব্যবহারের ধাপ:
১. হোয়াটসঅ্যাপ খুলুন।
২. প্রোফাইল ছবিতে ট্যাপ করুন, ‘অ্যাবাউট’ সেকশন খুলবে।
৩. বার্তা লিখে ঠিক করুন কে দেখতে পারবে-‘অল কনট্যাক্ট’, ‘সিলেক্ট কনট্যাক্ট’ বা ‘হাইড স্পেসিফিক কনট্যাক্ট’।
৪. ‘পোস্ট’ চাপুন- আপনার অ্যাবাউট স্ট্যাটাস সঙ্গে সঙ্গে আপডেট হবে।
বিআলো/শিলি



