ইন্ডিগোতে ২০ বছরের নজিরবিহীন বিপর্যয়
dailybangla
05th Dec 2025 1:02 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতে বিমান চলাচল গুরুতরভাবে বিঘ্নিত হয়েছে ইন্ডিগোর বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের কারণে- যা দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ।
নতুন ডিউটি টাইম লিমিটেশন নীতিমালা, ক্রু সংকট ও পরিকল্পনায় ভুলের কারণে ইন্ডিগো এক দিনে ৫৫০টির বেশি ফ্লাইট বাতিল করে। আগামী কয়েক দিনও পরিস্থিতি আগের মতো থাকবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদসহ বড় শহরগুলোতে ব্যাপক ফ্লাইট বাতিল হয়।
নতুন নীতিমালার ফলে রাতের অপারেশনে অতিরিক্ত পাইলটের প্রয়োজন হওয়ায় রোস্টার পুরোপুরি পরিবর্তিত হয়েছে; যা ইন্ডিগোর অনুমানের তুলনায় অনেক বেশি চাহিদা তৈরি করেছে।
বিআলো/শিলি



