ইন্দোনেশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৬
dailybangla
23rd Dec 2025 12:37 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
সোমবার (২২ নভেম্বর) ভোরে রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার উদ্দেশে যাত্রারত বাসটি একটি মহাসড়কের ইন্টারচেঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়কের সঙ্গে ধাক্কা লাগার পর সেটি উল্টে পড়ে। ঘটনাস্থলেই ১৫ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযানের ভিডিওতে নিহতদের মরদেহ সরিয়ে নিতে দেখা গেছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় পুরোনো যানবাহন, দুর্বল রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক আইন না মানার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে।
বিআলো/শিলি



