• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইবি সিআরসি’র নতুন সভাপতি নাজমুল, সম্পাদক আখিঁ 

     dailybangla 
    16th Aug 2025 1:09 pm  |  অনলাইন সংস্করণ

    ইবি প্রতিনিধি: পথশিশুদের কল্যাণে কাজ করা সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫-২৬ অর্থবছরের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুল হাসান ও ফোকলোর স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিহা আঁখি।

    শনিবার (১৬ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুমোদনের পর এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা দেয়া হয়।কমিটিতে আরও স্থান পেয়েছেন সহ-সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, হাসিবুর রহমান এবং আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী রজব এবং মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, সহ-সাংগঠনিক সম্পাদক আঁখি আলমগীর, অর্থ সম্পাদক মাহবুব আলম, উপ-অর্থ সম্পাদক রাদিফা মুমতাহিনা, দপ্তর সম্পাদক সাইফুদ্দিন সিদ্দিকী, উপ-দপ্তর সম্পাদক রুবাইয়া হোসেন, প্রচার সম্পাদক মাহফুজা আলী নিশাত, উপ-প্রচার সম্পাদক মো. সাঈদী হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. সানজিদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সায়মা বিনতে সায়েম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. মারুফ হাসান নাহিন এবং সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম প্রান্ত।

    এছাড়াও সংগঠনের স্কুল পরিচালনার লক্ষ্যে একটি পৃথক স্কুল কমিটি ঘোষণা করা হয়েছে। এতে স্কুল পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. আজিজুর রহমান এবং শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ। এছাড়া স্কুল ও ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক সাধনা ইসলাম, অর্থ সম্পাদক (সিআরসি স্কুল) মারুফ হাসান এবং ছাত্রকল্যাণ সম্পাদক তানমিন জাহান দায়িত্ব পেয়েছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারিহা আঁখি বলেন, “নতুন কমিটি আগামী এক বছর পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ। এবং একতাবদ্ধ প্রচেষ্টায় আমরা সুবিধাবঞ্চিত শিশুসহ সমাজের সকল অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই।”নতুন সভাপতি মো. নাজমুল হাসান বলেন, “সিআরসি বিশ্বাস করে সবার সহযোগিতামূলক অংশগ্রহণেই গড়ে উঠবে পথশিশুমুক্ত মানবিক বাংলাদেশ। এবং আমরা এই সুবিধাবঞ্চিত শিশুদের সফল অংশগ্রহণে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930