ইমরান খানের অবস্থান নিয়ে পাকিস্তানজুড়ে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা
dailybangla
02nd Dec 2025 1:26 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থান অজানা থাকায় পাকিস্তানে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও সরকার বা কারা কর্তৃপক্ষ কেউই তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছে পিটিআই।
দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদেরও ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ না দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এ অবস্থায় পিটিআই রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিলে প্রশাসন ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে।
ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানান, এ সময়ে পাঁচজনের বেশি মানুষের জমায়েত, মিছিল, বিক্ষোভ, অস্ত্র বহন, মোটরসাইকেলে পেছনে আরোহী নেওয়া, লাউডস্পিকার ব্যবহারসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিআলো/শিলি



