ইরানের হামলার আশঙ্কায় নিউইয়র্কে সতর্কতা জারি

ইরানের হামলার আশঙ্কায় নিউইয়র্কে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হামলার আশঙ্কায় নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। খবর সিএনএনের।


যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরান সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে যেকোনো সময় যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে। বিশেষ করে দেশটির দুই বড় শহর নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসে হামলা চালাতে পারে।


সিএনএন জানিয়েছে, নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসের আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা আশঙ্কা করছেন, তাদের শহর যেকোনো ধরনের হামলার ঝুঁকিতে রয়েছে।


নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন, ইরানের হামলার আশঙ্কায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।


তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে একটা যুদ্ধের পরিস্থিতিতে আছি। আমরা এখন সম্পূর্ণ এক বাস্তবতার মুখোমুখি। আমাদের জন্য এটা আরো অনেক সংগঠিত হুমকি। ইরান ও তাদের অনেক এজেন্ট যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছে।