• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইরান-ইসরাইল যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে? 

     dailybangla 
    15th Jun 2025 11:44 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের দুই শতাধিক যুদ্ধবিমান দিয়ে চালানো আকস্মিক হামলায় শুক্রবার ভোররাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর প্রধান ও আইআরজিসি প্রধানসহ মারা গেছেন অন্তত ৬ পরমাণু বিজ্ঞানী। ইরানের অভ্যন্তরে থেকে ইসরাইলের গোয়েন্দা বাহিনীর কূটকৌশলের কারণে যুদ্ধবিমান ঠেকাতে পারেনি তেহরান। তবে ঠিকই এর জবাব দিয়েছে ইরান।

    এ ঘটনার ২৪ ঘণ্টা না যেতেই তেলআবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। দাবি করছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে পরাজিত করার। যা প্রমাণ করে এ যুদ্ধে ইরানের সামর্থ্য। আর এমন পরিস্থিতিতে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে। প্রশ্নটা- কতদিন স্থায়ী হবে ইসরাইল-ইরান যুদ্ধ? এ যুদ্ধ অনেকটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া শুরু করার মতো।

    ইরান যখন পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ষষ্ঠ দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই এই হামলা চালায় তেলআবিব। দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হত্যা করে। স্বাভাবিকভাবেই তাই প্রতিশোধের পথ বেছে নিয়েছে ইরান।

    শুক্রবার রাতে ইসরাইলে পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জানান দিয়েছে নিজেদের সক্ষমতার।

    হামলার পর ইরানের সামরিক বাহিনীর আনুষ্ঠানিক তথ্য দেওয়া এক এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে দাবি করা হয়েছে, আয়রন ডোম ধ্বংস করে সফল অভিযান চালাতে পেরেছে তারা। তেল আবিব এবং আশেপাশের শহরগুলিতে কমপক্ষে সাতটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করে বলে জানানো হয়েছে। যা তাদের পালটা আক্রমণ করার ক্ষমতার ইঙ্গিত দেয়।

    এমন পরিস্থিতিতে দুদেশই এরপর আক্রমণ পালটা আক্রমণ চালিয়েছে। যার ফলে মধ্যপ্রাচ্য যুদ্ধের এক বিপজ্জনক নতুন অধ্যায়ে ডুব দিতে চলেছে।

    এদিকে এমন পরিস্থিতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরানে এই হামলা অব্যাহত থাকবে।’ যা ভবিষ্যতে একটি আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দেয়। এছাড়া এই ঘোষণার দীর্ঘমেয়াদী প্রভাব এবং আঞ্চলিক অস্থিতিশীলতার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। সংঘাত যতই বাড়ছে, বিশেষজ্ঞরা এর সম্ভাব্য ফলাফল নিয়ে গভীর
    অনিশ্চয়তার মধ্যে পড়ছেন।

    এ ব্যাপারে কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ইরান বিশেষজ্ঞ করিম সাদ্দাদপুর বলেছেন, ‘ইতিহাস বলে ইরানের ওপর ইসরাইলের আক্রমণের সম্পূর্ণ প্রভাব প্রকাশ পেতে বছরের পর বছর সময় লাগবে। তারা ইরানি বোমা ঠেকাতে পারে অথবা বোমার আঘাতের বিষয়টি স্বীকার করতে পারে। এছাড়া এই সংঘাত ইরানি শাসনব্যবস্থাকে অস্থিতিশীল করতে পারে অথবা এটিকে প্রতিষ্ঠিত করতে পারে।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930