ইরানকে অস্থিতিশীল করার কৌশলে যুক্তরাষ্ট্র-ইসরাইল!
আর্ন্তজাতিক ডেস্ক: তীব্র অর্থনৈতিক চাপ ও মুদ্রাস্ফীতির প্রভাবে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি দিন দিন স্পর্শকাতর হয়ে উঠছে। সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট থেকে জন্ম নেওয়া প্রতিবাদ এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল নিজেদের কৌশলগত স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করছে। জনগণের বাস্তব সমস্যাকে সামনে রেখে নিরাপত্তাভিত্তিক বৃহত্তর পরিকল্পনার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিশ্ব রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ বায়াতের মতে, ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসে ব্যর্থ হওয়ার পর নতুন কৌশল খোঁজা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়, নেতানিয়াহুর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের মূল লক্ষ্য ছিল ইরানের শক্তির উৎসে নতুন হামলার অনুমোদন আদায়।
পশ্চিমা গণমাধ্যমে ইরানের সীমিত অর্থনৈতিক প্রতিবাদকে ‘জাতীয় বিদ্রোহ’ হিসেবে তুলে ধরার প্রবণতাও প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে, এটি ভবিষ্যৎ সামরিক আগ্রাসনের পক্ষে জনমত গঠনের কৌশল হতে পারে।
বিআলো/শিলি



