ইরানে হামলার আশঙ্কা, সব ফ্রন্টে ইসরায়েলের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালাতে পারে, এমন আশঙ্কায় সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি জোরদার করেছে ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) উত্তর কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলো বলেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে পারে। সে কারণেই সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।
তিনি জানান, হিজবুল্লাহসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি পাল্টা আক্রমণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একাধিকবার সতর্ক করেছেন। প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
উত্তেজনার প্রভাবে মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি বিমান সংস্থা ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। যদিও বর্তমানে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিকভাবে চালু রয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিআলো/শিলি



