• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ‘স্বাধীনতা কনসার্ট’-এর তারিখ পেছাল 

     dailybangla 
    07th Apr 2025 11:54 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এবং গাজার নিরীহ মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ ঘোষণা করেছে যে, তাদের পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে শনিবার (১২ এপ্রিল ২০২৫) সার্বজনীনভাবে উদযাপন করা হবে। শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) কনসার্টটি ঢাকাসহ চার বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে এবার এটি নতুন তারিখে আয়োজন করা হবে।

    প্রসঙ্গত, স্বাধীনতা দিবস (২৬ মার্চ ২০২৫) উপলক্ষে বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে ‘স্বাধীনতা কনসার্ট’ রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ এবং বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি, শিশু, নারী এবং বৃদ্ধদের নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে কনসার্টটি পিছিয়ে দেওয়া হয়েছে।

    ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজার জনগণের ওপর ইসরায়েলের বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘‘গাজা এখন মৃত্যুর উপত্যকা। ইসরায়েল পৃথিবী থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে একটি নারকীয় হত্যাযজ্ঞে লিপ্ত।’’ ফাউন্ডেশনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং অমানবিক আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

    এছাড়া, ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এক বিবৃতিতে গাজার প্রতি সমর্থন জানিয়ে, বিশ্বব্যাপী ৭ এপ্রিল ‘The World Stops for Gaza’ কর্মসূচির প্রতি সংহতি জানায়। তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

    ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ নিশ্চিত করেছে যে, শনিবার (১২ এপ্রিল ২০২৫) আয়োজিত কনসার্টটি গাজার নিরীহ মানুষদের প্রতি সম্মান জানিয়ে এবং ইসরায়েলের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এক শক্তিশালী প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হবে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930