• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঈদুল আজহা উপলক্ষে জামালপুরে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

     FH Sobuj 
    05th Jun 2025 1:28 am  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: ঈদুল আজহা উপলক্ষে জামালপুরে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন (বুধবার) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসক জানান, রাস্তায় যেন যানজট না হয়, ছিনতাই ও হয়রানির ঘটনা না ঘটে সে জন্য পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। তিনি বলেন, বাস, সিএনজি ও অন্যান্য যানবাহন যেন ট্রাফিক আইন মেনে চলে এবং কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় না করে, সেদিকে নজরদারি করতে হবে। পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে, কোরবানির দিন সন্ধ্যার মধ্যেই সব বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। মসলাজাতীয় দ্রব্য, বিশেষ করে গরম মসলা যেন কেউ কৃত্রিমভাবে দাম বাড়াতে না পারে, সেজন্য বাজার মনিটরিং জোরদার করতে হবে।

    সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, জামালপুর এনএসআই এর যুগ্ম পরিচালক, ক্যাম্প কমান্ডার, জামালপুর সদর ক্যাম্প; কোম্পানি কমান্ডার, র‌্যাব-১৪, জেলা কমান্ডেন্ট, জেলা আনসার ও ভিডিপি, প্রশাসক জামালপুর পৌরসভা; জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অধিদপ্তর, সিনিয়র জেলা তথ্য অফিসার, উপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, সভাপতি, জামালপুর জেলা প্রেসক্লাব, সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি, জামালপুর; সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কার্যালয় ও বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930