• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঈদুল আযহা তে হাসান জাহাঙ্গীরের হ্যাট্রিক 

     dailybangla 
    27th May 2025 7:21 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঈদ আসলেই দেখা যায়, হাসান জাহাঙ্গীর- জনপ্রিয় তারকাদের নিয়ে প্রায় হাফ ডজন নাটক নির্মাণ করেন, তা প্রচারিত হয় বিভিন্ন চ্যানেলে। তিনি গত এক যুগ ধরে তার প্রমাণ রেখেছেন। এবার আরো ভিন্ন চমক, মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর জুটির প্রথম ওয়েব সিরিজ- কন্ট্রাক বিয়ে, নির্মিত হয় আমেরিকার বিভিন্ন লোকেশন, ২০২৩ সালে।

    এবার দ্বিতীয় ইনিংসে রয়েছে আরো দারুন চমক। আমেরিকার বাংলা কমিউনিটির জনপ্রিয় মুখ, ব্যবসায়ী, এটিভি(ইউ এস এ) টিভি চ্যানেলের চেয়ারম্যান, এবং আশা হোম কেয়ার এর মালিক, ইঞ্জিনিয়ার আকাশ রহমান চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন। ইতিমধ্যে, প্রভা সহ অনেক জনপ্রিয় নায়িকাদের সাথে অভিনয় করে, নিউইয়র্কে তাক লাগিয়ে দিয়েছেন আকাশ রহমান।

    মৌসুমী, আকাশ রহমান, হাসান জাহাঙ্গীর এই তিনজনকে জনকে নিয়ে ত্রিভুজ প্রেমের গল্পের, টেলিছবি `পিএস চাই, সুন্দরী ‘! এই টেলি ছবিতে প্রথম, নায়িকা মৌসুমী ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন, মৌসুমীর বসের চরিত্র করেছেন আকাশ রহমান, মৌসুমীর স্বামীর চরিত্র করেছেন হাসান জাহাঙ্গীর, আরো অভিনয় করেছে, এশা রহমান, আনোয়ার হোসেন, এমি, ফারাহ, বুরহান, মো হাসান, আলিম, আসিফ সহ অনেকে। নাটকটির রচনাও পরিচালনার দায়িত্বে আছেন হাসান জাহাঙ্গীর।

    এটিভি (ইউ এস এ) ও বাংলাদেশের একটি টিভি চ্যানেলে, ঈদের দিন প্রচারিত হবে! ময়মনসিংহের ভাষায় অভিনয় করে মৌসুমী মত প্রকাশ করেন, শত শত ছবি করে ও আমি এত মজা পাইনি, কমেডি প্যাটার্নের ময়মনসিংহের বাসায় অভিনয় করে আমি এবার যে মজা পেয়েছি, এর কৃতিত্ব হাসান জাহাঙ্গীরের, অনেক কষ্ট করে আমাকে, সময় লাগে আঞ্চলিক ভাষাটা শিখিয়েছে, অন্যদিকে আকাশ রহমান বলেন, মৌসুমী ম্যাডাম আমার বিপরীতে অভিনয় করেছে , এই গুণী অভিনেত্রীর সাথে স্কিন শেয়ার করে আমি খুব হ্যাপি। কারণ মৌসুমী ম্যাডাম আমার স্বপ্নের নায়িকা ছিল, অনেক ছবি দেখেছি তার, আজ তার সাথে অভিনয় করা নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করছি। আমি চাই এ গুণী অভিনেত্রী, নিয়মিত এটিভি (ইউ এস এ) এর সাথে থেকে ভালো ভালো কাজ করুক।

    হাসান জাহাঙ্গীর গুণী নির্মাতা ও অভিনেতা, হাসান ভাই আমার চ্যানেলে কাজ করেছে এটা আমার বিশাল পাওয়া। আমি চাই, আমার মত সবাই নিউইয়র্কে নতুন নতুন প্রোডাকশন করুক, তাতে আমেরিকাতে কাজের একটা জায়গা তৈরি হবে, অনেকে কাজ করতে পারবে।

    হাসান জাহাঙ্গীর এর আরো উল্লেখযোগ্য কিছু নাটক এই ঈদে প্রচারিত হবে বিভিন্ন চ্যানেলে, উল্লেখ যোগ্যের মধ্যে, অকর্মা, ডিসকাউন্ট, নায়িকার মা, অবলা, নকল হানিমুন,
    নাটকগুলো বর্তমান বাজারের ভিউওয়ালা তারকাদের দিয়ে নির্মাণ করা হয়েছে।

    উল্লেখযোগ্য তারকারা হলেন, মারজুক রাসেল, সুমন পাটোয়ারী,সৈয়দ মুসাফির বাচ্চু, মাসুম বাশার, রকি খান, মুকিত জাকারিয়া, সোহাগ আলম, জাবেদ গাজী, ইমু সিকদার, সেতু , কামরুল বাহার, সিয়াম নাসির,সাজ্জাদ খান, চিত্রলেখা গুহ,সবুজ, আইভি নূর, অনন্যা অনু, সহ অনেকে।

    ঈদের পর পর শুরু হচ্ছে হাসান জাহাঙ্গীর এর নতুন সিরিয়াল এবং ওয়েব সিরিজ এর কাজ।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930