• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উত্তরা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় সাংবাদিকদের মানববন্ধন 

     dailybangla 
    13th May 2025 11:28 pm  |  অনলাইন সংস্করণ

    সীমা আক্তার: একটি গণতান্ত্রিক সমাজে সাংবাদিকতা কোনো অপরাধ নয়। বরং অপরাধকে তুলে ধরা, রাষ্ট্র ও সমাজের অসঙ্গতি জনগণের সামনে তুলে ধরা একজন সাংবাদিকের নৈতিক ও পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালনের অপরাধে যদি একজন সংবাদকর্মীকে হয়রানির শিকার হতে হয়, তবে সেটা শুধু তার নয় পুরো সমাজের স্বাধীনতা ও দেশের জন্য হুমকি স্বরুপ।

    সাংবাদিকতা কোন অপরাধ নয় বরং সাংবাদিকতা গন জনগনের মাধ্যম। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজধানী উত্তরার প্রেসক্লাবের সাংবাদিক ফোরাম।

    সোমবার (১৩ মে) বিকেল চারটায় উত্তরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    জানা যায়, সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে ৪৭ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আল আমিন সরদার উত্তরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বদিউল আলম মজুমদার বদরুলের উপর ক্ষিপ্ত হয়ে আজ ১৩ই মে সকাল ১১ টায় রাজধানী দক্ষিনখান ডিএনসিসি ৪৭ নং ওয়ার্ড খন্দকার স্কুলের সামনে এক লোক দেখানো মানববন্ধন করে এবং ডিসি অফিসে মাননীয় ডিসি মহোদয়ের নিকট এক ভুয়া স্মারকলিপি প্রদান করেন। এবং বদিউল আলম মজুমদার বদরুলকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে থাকেন। এবং একের পর এক মানহানি কর মন্তব্য করে যাচ্ছেন। এ নিয়ে আজ উত্তরা প্রেসক্লাবের সামনে শতাধিক সাংবাদিক একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

    মানববন্ধনে উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আজ আমার সহকর্মীর সাথে যে ষড়যন্ত্র করা হচ্ছে । এতে করে আমাদের উত্তরা প্রেসক্লাবের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সুতরাং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতিদ্রুত অভিযুক্ত সবাইকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ করছি।

    মানববন্ধনে উত্তরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলম বলেন , সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। দ্রুত হামলারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবে।

    উত্তরায় বসবাসরত সাংবাদিকেরা বলেন, বারবার সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে কিন্তু যথোপযুক্ত শাস্তি হচ্ছে না। সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন করা হোক না হলে সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবে না।

    আরো বলেন, পরিকল্পনা, উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসায় ক্ষুব্ধ হয়ে উত্তরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এর বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগ দ্বায়ের করা হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031