উদ্যোক্তাদের ডাটাবেজ তৈরি এখন সময়ের দাবি

উদ্যোক্তাদের ডাটাবেজ তৈরি এখন সময়ের দাবি

নিজস্ব প্রতিবেদক: ছোট ছোট উদ্যোক্তারাই পরবর্তিতে বড় উদ্যোক্তা হবেন এবং প্রতিষ্ঠিত হয়ে দেশে বিশেষ ভুমিকা রাখবেন। যতো বেশী উদ্যোক্তা সৃষ্টি হবে ততো বেশী কর্মসংস্থান হবে বলে এক কর্মশালায় বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তাগণ। 

শুক্রবার (১ জুলাই)  বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিজনেজ ডেভেলপমেন্ট সার্ভিসেস (বিডিএস)  আয়োজিত ‘উদ্যোক্তা উন্নয়ন এবং ঋন সংগ্রহে সহায়তামূলক কর্মশালা’য় এসব কথা বলেন বক্তারা ।

বক্তারা উদ্যোক্তাদের ডাটাবেজ তৈরি করার ওপর জোর দিয়ে বলেন, উদ্যোক্তাদের ডাটাবেজ তৈরি এখন সময়ের দাবিঅনেক সময় লোন নিতে গিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা যেমন ঝামেলায় পরেন তেমনি আমরাও পরি। যদি ডাটাবেজ থাকে তবে চট করে আমরা দেখ নিতে পারবো উদ্যোক্তাদের সকল তথ্য। প্রশিক্ষনের পাশাপাশি উদ্যোক্তাদের ডাটা কিভাবে রাখা যায় সে বিষয়ে দৃষ্টি দিতে বিডিএসকে অনুরোধ করেন তারা।
এসময় তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাথে বিডিএস একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি শাহিন আক্তার সাথী ও বিডিএস এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ আলী।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান খান। এছাড়াও বক্তব্য রাখেন সোনালী ব্যাংক এর ডিজিএম মো. শাহ আলম, সাওল হার্ট সেন্টার (বিডি) ব্যবস্থাপনা পরিচালক কবি মোহন রায়হান, এসএমই ফাউন্ডেশন এর ডিজিএম সুমন চন্দ্র সাহা, জনতা ব্যাংক এর সাবেক ডিজিএম ও বিডিএস এর প্রজেক্ট কনসালটেন্ট আব্দুর রশিদ এবং বিডিএস এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ আলী।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে উদ্যোক্তরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।