উন্নত ও আধুনিক মতলব গড়ার অঙ্গীকার

উন্নত ও আধুনিক মতলব গড়ার অঙ্গীকার

***পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে সংবর্ধনা দিয়েছে মননে উত্তর-দক্ষিণ মতলব সংগঠন

সুমন সরদার: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে সংবর্ধনা দিয়েছে মননে উত্তর-দক্ষিণ মতলব সংগঠন। শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে মতলব উত্তরের কৃতী সন্তান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে সংবর্ধনা দেয় সংগঠনটি।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রীর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করা হয়। তার কর্মময় জীবনের বর্ণিল ইতিহাস তুলে ধরে মতলব উত্তরকে একটি আধুনিক ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে মতলবকে ঢেলে সাজানো হবে। দায়িত্ব পালনে শতভাগ স্বচ্ছতা অক্ষুণ্ন রেখে কাজ করা হবে।

সকলের সহযোগিতা চেয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, অগ্রাধিকার ভিত্তিতে মতলবের উন্নয়নে কাজ করা হবে। মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, মতলবের মানুষের দীর্ঘদিনের দাবি মুন্সীগঞ্জের গজারিয়ার চর কালীপুর থেকে মতলব উত্তরের বাজার কালীপুর ব্রিজের কাজ খুব দ্রুত শুরু করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সঙ্গে মতলবের উন্নয়নে যার যার অবস্থান থেকে কাজ করার তাগিদ প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। সভাপতিত্ব করেন মননে উত্তর-দক্ষিণ মতলব সংগঠনের আহ্বায়ক এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ও হেলথ সিস্টেম স্পেশালিস্ট, ইউএনএফপিএ ডা. দেওয়ান মো. ইমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য ও উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় পাসপোর্ট অধিদপ্তরের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মাসুদ রেজওয়ান, অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আতাউর রহমান খান, কৃষি ব্যাংকের সাবেক এমডি আলী হোসেন, দৈনিক বাংলাদেশের আলো’র সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল ড. জাফর আহমেদ খান, ছেংগারচর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াসিন ঢালী, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. নুশরাত জাহান মিথেন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. কায়সার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম রিপনসহ সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োজিত শতাধিক সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মতলব উত্তর দক্ষিণ উপজেলার স্নাতক উত্তীর্ণদের নিয়ে গড়ে উঠেছে ‘মননে উত্তর দক্ষিণ’ মতলব নামের এ সংগঠন। দুই উপজেলার প্রতিটি মানুষের মানবিক উন্নয়ন ঘটাতে নিরলস কাজ করাই এ সংগঠনের লক্ষ্য। মাদক, ইভটিজিং, যৌতুক, কুসংস্কার, নারী ও শিশু নির্যাতন মুক্ত একটি মননশীল সমাজ গঠনে ভূমিকা রাখতে এ সংগঠন বদ্ধপরিকর। পাশাপাশি দুই উপজেলার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য-পশুপালন, সংস্কৃতি, ক্রীড়া ও দারিদ্র্য বিমোচনসহ নানা খাতের উন্নয়নে অনুঘটক হিসেবে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

এ সংগঠন আরো চায়, প্রান্তিক কৃষক, দিনমজুর, হতদরিদ্র, বেদে, ঋষি, কামার, জেলে, অসহায় বয়স্ক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে। শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিতে পিছিয়ে পড়া ওই জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখতে চায় সংগঠনটি।

বিআলো/ইলিয়াস