উন্নয়ন প্রকল্পের জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের দাবি
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিয়োজিত জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানিয়েছে জাতীয় ডেভেলপমেন্ট প্রজেক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ দাবি জানান।
অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, উন্নয়ন প্রকল্পের জনবল সব নিয়ম মেনে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে লিখিত, ব্যবহারিক, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এরপর তারা বিভিন্ন দপ্তরে দক্ষতার সঙ্গে কাজ করছেন। কিন্তু চাকরির স্থায়িত্ব না থাকায় সমস্যা দেখা দিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু সংখ্যক জনবল ইতিমধ্যেই রাজস্বখাতে স্থানান্তরিত হয়েছে। এতে একই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত বাকি কর্মীদের মধ্যে চরম বৈষম্য তৈরি হয়েছে। নেতারা উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী (ধারা ২৯) সকল নাগরিকের জন্য চাকরিতে সাম্য ও সুযোগের সমতা নিশ্চিত করা হয়েছে, কিন্তু বাস্তবে এটি লঙ্ঘিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়, অধিদপ্তর/সংস্থার উন্নয়ন প্রকল্প ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত সকল জনবলকে রাজস্বখাতে স্থায়ীভাবে স্থানান্তর করতে সরকারের পদক্ষেপ গ্রহণ করা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মমিনুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাসুদুর রহমান, সহ-সদস্য সচিব রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রকল্পের সংশ্লিষ্ট নেতারা।
বিআলো/এফএইচএস



