উপণ্যাসভিত্তিক নাটকে অর্ষা

উপণ্যাসভিত্তিক নাটকে অর্ষা

বিনোদন প্রতিবেদক: ভিন্নধর্মী চরিত্রের অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ‘মিস্টার কে’ টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। কথা সাহিত্যিক মাহবুব মোর্শেদের উপণ্যাস ‘নোভা স্কশিয়া’ অবলম্বনে তার অভিনীত এই টেলিফিল্মটি নির্মাণ করেছেন পরিচালক ওয়াহিদ তারেক। গত ১৯শে মে ঈদের ষষ্ঠদিন থেকে এটি প্রচার হচ্ছে বঙ্গ বিডিতে।

এই টেলিফিল্মটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘মিস্টার কে’ টেলিফিল্মের গল্পটা সাধারণ মানুষের বোঁধগম্যতার বাইরে। বাংলাদেশ বা সাব কন্টিনেন্টে এই ধরনের গল্প খুব কম দেখানো হয়। আমার এই গল্পটা পিক করার কারণ এটার মূল বইটা আমার পড়া ছিল। এর আগেও উপণ্যাসভিত্তিক নাটকে দেখা গেছে অর্ষাকে।

তার কি এমন কাজে আলাদা ঝোঁক আছে কিনা জানতে চাইলে অর্ষা উত্তর দিতে দেরি করলেন না। বললেন, আমি অবশ্যই উপণ্যাসভিত্তিক কাজ পছন্দ করি। সাংস্কৃতিক, সমসাময়িক বা বিজ্ঞান বিষয়সহ নানা ধরনের গল্পের প্রতি আমার টান রয়েছে। কারণ গল্পনির্ভর কাজ করে আরাম পাই।

কিন্তু এখন গল্প বা স্ক্রিপ্টের যা অবস্থা! ঘুরে ফিরে একই গল্পের পুনরাবৃত্তি হচ্ছে। রোমান্টিক, কমেডি, স্যাড একই ধরনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু আমাদের অনেকেরই এমন সুন্দর সুন্দর বই উপণ্যাস লেখা আছে যেখান থেকে ভিন্ন ধারণা পাওয়া সম্ভব। অর্ষার ভাবনা, উপণ্যাসনির্ভর কাজ যদি হতে শুরু করে খানিকটা গল্পের ধারায়ও পরিবর্তন আসবে। নতুনত্ব পাওয়া যাবে। কাজ করার বেশি সুযোগ তৈরি হবে।

এদিকে অর্ষা অভিনীত ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম চরকির ব্যানারে নির্মিত ওয়েবফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সাহস’ শিরোনামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। বর্তমানে আল হাজেনের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া, অর্ষার হৃদি হক পরিচালিত সরকারি অনুদানে নির্মিতব্য ‘১৯৭১ সেইসব দিন’ শিরোনামের সিনেমার কাজ চলমান আছে। হৃদি হকের পরিচালনায় সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।

এই প্রথম বড় পর্দার জন্য একজন নারী নির্মাতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর। অর্ষা এ ব্যাপারে বললেন, হৃদি আপু যেহেতু অভিনয়টা বোঝেন তাই অভিনয়ের লাইনআপটা সহজ হয়েছে।

বিআলো/শিলি