উলামা সমাবেশ উপলক্ষে নোয়াপাড়ায় মতবিনিময় সভা

উলামা সমাবেশ উপলক্ষে নোয়াপাড়ায় মতবিনিময় সভা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: গাউছুল আজম হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক) এর ১১৪ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) ট্রাস্ট’র ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ জানুয়ারি শনিবার চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ কমপ্লেক্সে (নিচ তলা) এ উলামা সমাবেশের প্রস্তুতি হিসেবে রাউজান উপজেলার দক্ষিণ অংশের আলমদের সাথে মতবিনিময় ৫ জানুয়ারি সকালে নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটস্থ জিএস টাওয়ারে আরগন ফার্মাসিউটিক্যাল (আয়ু) নোয়াপাড়াস্হ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন শানে গাউজুল আজম উলামা পরিষদের মহাসচিব ও উলামা সম্মেলন কমিটির আহবায়ক আলহাজ মাওলানা শায়েস্থা খান আল আজহারী (ম: জি: আ:), মাইজভান্ডারী একাডেমীর সদস্য ও কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতীব মাওলানা কে এম বেলাল হোসেন মাইজভান্ডারী, মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্র্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা  সৈয়দ মোহাম্মদ আইয়ুব বদরী, সৈয়দ মোহাম্মদ হারুন, বিশিষ্ট লেখক ও ছড়াকার মাওলানা এস এম শামুসুদ্দীন সুমন, মাওলানা মোহাম্মদ আমির হোসেন মাইজভান্ডারী, রাউজান রাইটার্স ক্লাবের সহ-সভাপতি নুর মোহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা মোহাম্মদ ইয়াছিন, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার কর্মকর্তা মাওলানা মোহাম্মদ মহিম উদ্দিন, মাদ্রাসায়ে গাউজুল আজমের ছাত্র মাওলানা মোহাম্মদ সাজ্জাদ, হাফেজ মোহাম্মদ জিল্লুর রহমান, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সংগঠক ডা: সুপন বিশ্বাশ, সহ- ছাত্র কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলমগীর প্রমুখ।