উল্লাপাড়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

উল্লাপাড়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

 মোঃ নাজমুল হোসেন রাজা,সিরাজগঞ্জ  প্রতিনিধি :শেখ হাসিনার বাংলাদেশ  ক্ষুধা  হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যকে সামনে  রেখে   উল্লাপাড়া  উপজেলার   অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২০ মৌসুমে সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন   করা হয়েছে ।  গতকাল রবিবার (৩১ মে  ) সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন  উল্লাপাড়া  উপজেলার  নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। 

খাদ্য নিয়ন্ত্রক জানান, এবারে উল্লাপাড়া  উপজেলার   খাদ্য গুদাম প্রতি কেজি ধান ২৬ টাকা এবং চাল ৩৬ টাকা দরে ৫ হাজার ৫’শ ৯১ মেঃ টন ধান এবং ৪ হাজার  ২৪ মেঃ টন চাল সংগ্রহ করা হবে। তিনি আরো জানান, উন্মুক্তভাবে লটারি  প্রক্রিয়া মাধ্যমে   উপজেলার  ১৪ টি ইউনিয়ন এবং  পৌরসভার কৃষকের মাধ্যমে এ   ধান চাল ক্রয় করবে সরকার।  সরকারী ভাবে এ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলেন তিনি।আলোচনা  সভা  শেষে  অতিথিবৃন্দ ফিতা কেটে  ওজন দিয়ে ধান চাল সংগ্রহ  কার্যক্রমের উদ্বোধন  করেন । 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য  নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ নিয়ামুল হক, উপজেলা  কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমি, খাদ্য  পরিদর্শক  ও ভারপ্রাপ্ত  কর্মকর্তা  (খাদ্য গুদাম)মোঃ  রাশেদুল  আলম সহ খাদ্য  বিভাগের  কর্মকর্তা  ও কৃষকরা উপস্থিত  ছিলেন ।