• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উসমান হাদির হত্যার দুই সহযোগী ভারতে আটক, মূল আসামি এখনও পলাতক 

     dailybangla 
    28th Dec 2025 4:00 pm  |  অনলাইন সংস্করণ

    “ইনকিলাব মঞ্চের মুখপাত্র হত্যাকাণ্ড:

    ফয়সাল ও আলমগীরের পালানোর রুট চিহ্নিত, ভারতের মেঘালয় থেকে দুই সহযোগী আটক

    নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় দায়ীদের সনাক্ত ও গ্রেপ্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম রোববার (২৮ ডিসেম্বর) সকালে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানান, হত্যাকারীর দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে।

    তিনি জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুইটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, মোটরসাইকেল, ভুয়া নম্বরপ্লেট, হাদিকে বহনকারী অটোরিকশা এবং ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেকসহ ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট।

    তদন্তে জানা গেছে, হামলার পর মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ ও আলমগীর ধাপে ধাপে ঢাকা থেকে মানিকগঞ্জ, তারপর ময়মনসিংহের হালুয়াঘাট হয়ে ভারতের মেঘালয় রাজ্যে পৌঁছে। স্থানীয় সহযোগী পুত্তি ও ট্যাক্সি চালক সামীর মাধ্যমে তারা সীমান্ত অতিক্রম করে। মেঘালয় পুলিশ ইতোমধ্যে পুত্তি ও সামীকে গ্রেপ্তার করেছে।

    ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং ৪ জন সাক্ষী ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছে। হত্যাকারীরা পালিয়ে গেছে কিনা নিশ্চিত হওয়ার জন্য অভিযুক্তদের ছবি দেখানো হলে তারা স্বীকার করেছে, মূল আসামিরা পলাতক।

    নজরুল ইসলাম বলেন, “মূল আসামিকে গ্রেপ্তার করতে পারলে হত্যাকাণ্ডের পেছনের পূর্ণ চিত্র আরও স্পষ্ট হতো। তবে আমাদের কাছে কিছু তথ্য রয়েছে, যা তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, ৫ আগস্টের ঘটনার পর হাদি তার আদর্শ ও বক্তব্যের কারণে টার্গেট হতে পারে।”

    উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয় হাদিকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    হত্যাকাণ্ডের মামলা শুরু হয় ১৪ ডিসেম্বর, এবং হাদির মৃত্যুর পর ২০ ডিসেম্বর আদালতের আদেশে মামলায় ৩০২ ধারা (হত্যা) সংযোজন করা হয়।

    বিআলো/তুরাগ 

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031