উৎসবমুখর নির্বাচনের আশা মার্কিন রাষ্ট্রদূতের
বিআলো প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না এবং জনগণের নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকবে ওয়াশিংটন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পরিচালনার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
তিনি জানান, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবে।
ক্রিস্টেনসেন বলেন, সিইসির সঙ্গে তাঁর একটি ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচন আয়োজনের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যে নীতিমালা, প্রস্তুতি এবং প্রক্রিয়া গ্রহণ করেছে, সে বিষয়ে বিস্তারিতভাবে তাঁকে অবহিত করেছেন সিইসি।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানির সময়ও তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহের কথা জানিয়েছিলেন। সেই আগ্রহ এখনো আছে এবং তিনি নির্বাচনের ফলাফল দেখতে অপেক্ষা করছেন।
গত সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ক্রিস্টেনসেন বলেন, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছিলেন যে নির্বাচন হবে উৎসবমুখর। তিনিও আশা করছেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সিইসির সঙ্গে এটি ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
বিআলো/শিলি



