উৎসবমুখর পরিবেশে ভোট নিশ্চিতে কাপ্তাইয়ে অংশীজনদের মতবিনিময়
আবদুল হাই খোকন, রাঙামাটি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোটারদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশাসন, জনপ্রতিনিধি, পেশাজীবী ও সমাজের বিভিন্ন স্তরের অংশীজনদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরি’-তে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন ঘিরে ভোটার সচেতনতা বৃদ্ধি, ভোটাধিকার প্রয়োগে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ তৌফিক ইমাম বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। এবারে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটারকে দুটি ভোট প্রদান করতে হবে। তাই ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারের নির্বাচন হবে আরও উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের মতামত প্রকাশ করতে পারবেন—এমন পরিবেশ নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোসাদ্দেক মেহেদী ইমাম।
তিনি বলেন, “ভোটাধিকার প্রয়োগ শুধু একটি সাংবিধানিক অধিকার নয়, এটি নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, সিনিয়র সাংবাদিক কাজী মোশারফ হোসেন, মাহফুজ আলম ও ঝুলন দত্ত। বক্তারা ভোটারদের সচেতনতা বৃদ্ধি, গুজব প্রতিরোধ এবং নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, কারবারি, এনজিও কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টি, ভোটারদের ভোটাধিকার সুরক্ষা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় কাপ্তাইয়ে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্মরণীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিআলো/তুরাগ



