এআই নির্মিত ভুয়া কনটেন্ট ঠেকাতে আদালতের দ্বারস্থ শিল্পা
dailybangla
28th Nov 2025 9:53 am | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: অনুমতি ছাড়া তার নাম, ছবি ও এআই নির্মিত বিকৃত কনটেন্ট বাণিজ্যিকভাবে ব্যবহার বন্ধে মুম্বাই হাইকোর্টে মামলা করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।
মামলায় কয়েকটি ওয়েবসাইট, ২৭ ব্যক্তি এবং আরও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।
শিল্পার অভিযোগ, বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের তার ‘অফিশিয়াল প্ল্যাটফর্ম’ দাবি করে ব্যবসায়িক লাভের উদ্দেশ্যে তার পরিচিতি ব্যবহার করছে, যা ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার লঙ্ঘন।
তার আইনজীবী সানা রঈস খান বলেন, পরিচিতি গড়ে তুলতে শিল্পা বহু বছর কঠোর পরিশ্রম করেছেন; অনুমতি ছাড়া তার ব্যক্তিগত সত্তা বাণিজ্যিকভাবে ব্যবহার আইনত অপরাধ।
এই ধরনের অপব্যবহারের অভিযোগে এর আগে ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনও আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
বিআলো/শিলি



