এআইইউবি শিক্ষার্থীদের নিয়ে ডিএসই ট্রেনিং একাডেমির প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার বিষয়ক একাডেমিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেনিং একাডেমির উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ০৬ নভেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর এমবিএ শিক্ষার্থীরা।
এআইইউবি এমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলমের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কর্মশালায় অংশগ্রহণ করেন। তাঁর সঙ্গে ছিলেন এআইইউবি’র সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেনিলো জি. মর্জিয়া (Danilo G. Morgia)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব.) মুহাম্মদ কামরুজ্জামান। কর্মশালায় ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান অংশগ্রহণকারীদের উদ্দেশে পুঁজিবাজার বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, স্টক মার্কেট অপারেশন, পুঁজিবাজারের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি সম্ভাবনা ও বিনিয়োগ কৌশল বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
ডিএসই’র পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



