একদিকে মৃত্যুপথযাত্রী মা, অন্যদিকে খালেদা জিয়া
চরম মানবিক সংকটে ডা. এ জেড এম জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একই ফ্লোরে পাশাপাশি দুটি বেড—একটিতে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাঁর মা, অন্যটিতে ভর্তি আছেন তাঁর নেতা ও দায়িত্বপ্রাপ্ত রোগী বেগম খালেদা জিয়া।
মায়ের শেষ মুহূর্তের চোখের পানি মুছতে না মুছতেই তাঁকে ছুটে যেতে হচ্ছে খালেদা জিয়ার শয্যার পাশে। এই দুই বেডের মাঝে দৌড়াতে দৌড়াতেই কাটছে তার প্রতিটি দিন। মায়ের প্রতি সন্তানসুলভ দায়িত্ব আর দীর্ঘদিনের পেশাগত দায়িত্ব—উভয়ের চাপ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
এর মধ্যেই এসেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—আগামী রবিবার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ডা. জাহিদের সেখানে উপস্থিতি অত্যন্ত জরুরি। বহু বছর ধরে খালেদা জিয়ার নির্দেশে তিনি এই দায়িত্ব পালন করে আসছেন।
চরম মানবিক দোটানার মধ্যেও শেষ পর্যন্ত তিনি খালেদা জিয়ার সঙ্গেই লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মৃত্যুপথযাত্রী মাকে রেখে নেত্রীর চিকিৎসা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত—মানবিকতার এক বিরল উদাহরণ হিসেবে প্রশংসা কুড়াচ্ছে।
রাজনৈতিক সূত্র জানায়, ডা. এ জেড এম জাহিদ হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন (নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর ও হাকিমপুর) থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে—আল্লাহ যেন এই কঠিন সময় পার করার মতো ধৈর্য ও মানসিক শক্তি দান করেন।
বিআলো/তুরাগ



