একুশে পদকপ্রাপ্ত কবি কাজী রোজী আর নেই

একুশে পদকপ্রাপ্ত কবি কাজী রোজী আর নেই

নিজস্ব প্রতিনিধি: একুশে পদকপ্রাপ্ত কবি ও রাজনীতিবিদ কাজী রোজী মারা গেছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার সকালে তার মেয়ে সুমী সিকান্দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান,করোনাসহ নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করছিলেন তার মা। গত ৩০ জানুয়ারি তার শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৪ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

কাজী রোজীর দাফনের বিষয়ে তার মেয়ে জানান, পরিবারের সদস্য ঢাকার বাইরে থাকায় এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে, মিরপুরে দাফন এবং জানাজা হওয়ার সম্ভবা বেশি বলে জানান তিনি।

কবি কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। গত শতাব্দির ষাটের দশকে কবিতা লেখা শুরু করেছিলেন তিনি। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন।

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— ‘লড়াই’, ‘পথঘাট মানুষের নাম’, ‘আমার পিরানের কোনো মাপ নেই’ প্রভৃতি।

২০০৭ সালে তথ্য অধিদপ্তরের কর্মকর্তার দায়িত্ব থেকে অবসর নেন এই কবি। পরে রাজনীতি শুরু করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কাজী রোজী।

বিআলো/শিলি