• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন পাকিস্তানি নারী 

     dailybangla 
    24th Jul 2025 3:23 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের করাচির বলদিয়া টাউনে একইসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে জরুরি সি-সেকশনের মাধ্যমে পাঁচটি নবজাতকের জন্ম দেন তিনি, যাদের মধ্যে তিনটি মেয়ে ও দুটি ছেলে। খবর সামা টিভি’র।

    চিকিৎসকদের মতে, পাঁচটি নবজাতকই তাদের নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগে জন্মগ্রহণ করেছে, যার ফলে গুরুতর স্বাস্থ্যগত উদ্বেগ দেখা দিয়েছে। শিশুদের ওজন অনেক কম এবং তারা জন্মের পরপরই শ্বাসকষ্টের সম্মুখীন হচ্ছে। বর্তমানে তাদের নিবিড় চিকিৎসা সেবা এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    পাকিস্তানি গণমাধ্যম সামা টিভির সঙ্গে কথা বলার সময় শিশুদের বাবা আদনান শেখ কৃতজ্ঞতা এবং উদ্বেগ প্রকাশ করেছেন। বলেন, ‘মাত্র এক বছর আগে আমার বিয়ে হয়েছে, আমার স্ত্রী এই প্রথম সন্তান প্রসব করলেন। এ সৌভাগ্যের জন্য আমরা কৃতজ্ঞ হলেও, হাসপাতালের খরচ আমাদের নাগালের বাইরে।’

    এ সময় তিনি জনসাধারণ এবং কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তার জন্য অনুরোধ করেন।

    আদনান জানান, তিনি আনন্দ এবং উদ্বেগে অভিভূত।

    তিনি আরও বলেন, ‘আমি কখনো কল্পনাও করিনি যে আল্লাহ আমাদের একসঙ্গে পাঁচটি সন্তান দেবেন। আমি কেবল চাই তারা বেঁচে থাকুক এবং শক্তিশালী হয়ে উঠুক।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031