• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    একাদশ বিপিএল ড্রাফট শুরু, সরাসরি চুক্তিতে দল পেলেন যারা 

     dailybangla 
    14th Oct 2024 2:03 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: বিপিএলের একাদশ আসরের ড্রাফটে প্রথম খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পায় নতুন দল দুর্বার রাজশাহী। প্রথম সুযোগেই তারা দলে নিয়ে নেয় পেসার তাসকিন আহমেদকে। ঢাকা ক্যাপিটালস নিজেদের প্রথম ডাকে লিটন কুমার দাসকে দলে নিয়েছে।

    এছাড়া চিটাগাং কিংস দলে নেয় শামীম হোসেন পাটোয়ারিকে। খুলনা টাইগার্স হাসান মাহমুদ, রংপুর রাইডার্স নাহিদ রানা, সিলেট স্ট্রাইকার্স রনি তালুকদার, ফরচুন বরিশাল মাহমুদউল্লাহকে প্রথম ডাকে দলে নেয়। প্রথম ডাকে দল না পেলেও দ্বিতীয় দফায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দলে নিয়েছেন ফরচুন বরিশাল।

    ঢাকা ক্যাপিটালস:
    সরাসরি চুক্তিতে: তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমান।
    ড্রাফট থেকে: লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।

    সিলেট স্ট্রাইকার্স:
    সরাসরি চুক্তিতে: জাকের আলি অনিক।
    ধরে রাখা: জাকির হাসান ও তানজিম হাসান সাকিব।
    ড্রাফট থেকে: রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরফাত সানি, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।

    চিটাগাং কিংস:
    সরাসরি চুক্তিতে: সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, বিনুরা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), মঈন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান)।
    ড্রাফট থেকে: শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রায়েম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও’কর্নেল (অস্ট্রেলিয়া), মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ।

    দুর্বার রাজশাহী:
    সরাসরি চুক্তিতে: এনামুল হক বিজয়।
    ড্রাফট থেকে: তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলি রাব্বি, সাব্বির হোসেন , সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন(শ্রীলঙ্কা), সানজামুল ইসলাম, এম মেহরব হোসেন, আকবর আলি, হাসান মুরাদ।

    ফরচুন বরিশাল:
    সরাসরি চুক্তিতে: তাওহিদ হৃদয়, দাবিদ মালান (ইংল্যান্ড), ডেভিড মিলার (ইংল্যান্ড), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), খান জাহানবাদ (পাকিস্তান)।
    ধরে রাখা: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
    ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেফস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম।

    রংপুর রাইডার্স:
    সরাসরি চুক্তিতে: মোহাম্মদ সাইফুদ্দিন, খুশদিল শাহ (পাকিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), আলেক্স হেলস (ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান)।
    ধরে রাখা: নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান।
    ড্রাফট থেকে: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার , রাকিবুল হাসান, আকিফ জাভেদ (পাকিস্তান), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তওফিক খান তুষার।

    খুলনা টাইগার্স:
    সরাসরি চুক্তিতে: মেহেদী হাসান মিরাজ, ওশান থমাস (ওয়েস্ট ইন্ডিজ)।
    ধরে রাখা: আফিফ হোসেন ও নাসুম আহমেদ।
    ড্রাফট থেকে: হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930