এতিমখানার আজীবন দাতা সদস্য সম্মেলন
হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটায় অবস্থিত তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার আজীবন দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় পাঁচ শতাধিক দাতা সদস্য ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক হাসানুর রহমান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাটা ক্রপ কেয়ারের ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শহিদুল ইসলাম, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু মুহিত এবং বিশিষ্ট ইউটিউবার মেহেদী হাসান আরিয়ান খান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল হোসাইন মাহী, সাংবাদিক সানজিদুল হক ইমন, সাংবাদিক আব্দুল্লাহ, সাংবাদিক রবিউল ইসলাম, ডা. ইউনুস সরদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস ছাত্তার, মাওলানা আজহারুল ইসলাম, মাহফুজুর রহমান ও মিলন সরদার।
আলোচনা সভায় বক্তারা মাদ্রাসা ও এতিমখানার দ্বীনি শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং এতিম শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে দাতা সদস্যদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ-বিদেশের সকল দাতা সদস্যদের জন্য মোনাজাত করা হয়। পরে সম্মেলনে অংশগ্রহণকারী দাতা সদস্যদের সম্মানে মেহমানদারি করা হয়।
বিআলো/আমিনা



