এনএসডিতে জরায়ু ও স্তন ক্যান্সার সচেতনতায় শিক্ষার্থী ও অভিভাবকের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দ্য নিউ স্কুল ঢাকা (NSD)-তে অনুষ্ঠিত হলো একটি জীবনরক্ষাকারী কর্মসূচি, যেখানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিটির মূল লক্ষ্য ছিল জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধি করা।
সকালে ১০টা থেকে ১০:৩০ পর্যন্ত বনানিতে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ক্যান্সার প্রতিরোধ, এইচপিভি টিকাদান এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। র্যালিটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সক্রিয়তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
র্যালির পর সকাল ১০:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত বিদ্যালয়ের অডিটোরিয়ামে (৪র্থ তলা) একটি ইন্টার্যাকটিভ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. হাসিনা আখতার, FCPS, MRCOG (UK), EBCOG (EU), সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। মাল্টিমিডিয়ার মাধ্যমে তিনি সহজ ও স্পষ্ট ভাষায় জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের লক্ষণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
ডা. হাসিনা আখতার বলেন, “এইচপিভি টিকাদান এবং নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে জরায়ু মুখ ক্যান্সারের বড় অংশ প্রতিরোধযোগ্য। তবে দেরিতে শনাক্ত হওয়ায় বাংলাদেশে প্রতিদিন বহু নারী এই রোগে আক্রান্ত হয়ে জীবন হারাচ্ছেন। স্তন ক্যান্সারের ক্ষেত্রে ২০ বছর থেকে নিয়মিত স্ব-পরীক্ষা করা এবং ৪০ বছরের পর বছরে অন্তত একবার স্ক্রিনিং করাও অপরিহার্য।”
আলোচনা সভায় শিক্ষার্থী ও অভিভাবকরা টিকাদান, পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং স্পষ্ট উত্তর পান। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান অতিথি এবং সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ একটি সুস্থ, সচেতন ও স্বাস্থ্যবান সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিআলো/তুরাগ



