এনসিপি ছাড়লেন ডা. তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা
বিআলো ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা দল থেকে সরে দাঁড়িয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী না হয়ে স্বতন্ত্র হিসেবে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সংবাদমাধ্যমকে তাসনিম জারার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাসনিম জারা জানান, রাজনৈতিক বাস্তবতা ও প্রেক্ষাপট বিবেচনায় তিনি এবার কোনো দল বা জোটের ব্যানারে নির্বাচনে যাচ্ছেন না। যদিও আগে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তার।
খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা একজন মানুষ হিসেবে এলাকার মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থেকেই তিনি রাজনীতিতে এসেছেন। সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও বর্তমান বাস্তবতায় সেই পথটি স্বতন্ত্র অবস্থান থেকেই বেছে নিতে হচ্ছে।
তিনি আরও বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় স্থানীয় অফিস, সংগঠিত কর্মীবাহিনী কিংবা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের সুবিধা তিনি পাবেন না। এক্ষেত্রে ভোটারদের সমর্থনই তার একমাত্র শক্তি।
তাসনিম জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে প্রয়োজনীয় ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজ তিনি রোববার থেকেই শুরু করবেন। পাশাপাশি নির্বাচনী তহবিলে পাওয়া সব অনুদান ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
বিআলো/শিলি



