এফআরইবির আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

এফআরইবির আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

ফাতেমা মুন্নী:ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলি বাংলাদেশ (এফআরইবি)-এর প্রবীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রবীণদের সার্বিক কল্যাণে নানামুখী কার্যক্রম ও নীতি-নির্ধারণীতে  সহায়তা করার লক্ষ্যে কাজ করে আসছে। এ সংস্থার অঙ্গসংগঠনগুলোও তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে দীর্ঘদিন ধরে প্রবীণ কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। 


জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। প্রবীণদের  ইস্যুভিত্তিক বিষয় নিয়ে বিভিন্ন আয়োজন এবং  কর্মসূচির মধ্যদিয়ে ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলি  বাংলাদেশ (এফআরইবি) প্রতি বছর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করে থাকে।

‘বয়সের সমতার পথে যাত্রা-২০১৯’ প্রতিপাদ্য বিষয় নিয়ে এ বছরও ১ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের সম্মিলিত অংশগ্রহণের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালন করা হয়েছে। 


প্রবীণ দিবস হচ্ছে, সম্মানিত জ্যেষ্ঠ নাগরিক সমস্যা ও অধিকার নিয়ে আলোচনার একটি দিক। এ দিনের তাৎপর্য তুলে ধরার মধ্যদিয়ে বাংলাদেশের প্রবীণদের অধিকারের বিষয়গুলো যাতে নিশ্চিত হয়, প্রবীণরা যেন তাদের সামর্থ্য অনুযায়ী মর্যাদাপূর্ণ, কর্মময় এবং আনন্দময় জীবনযাপন করতে পারেন এ বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা  করার প্রয়োজন হয়ে পড়েছে।

এই প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেই আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলি-বাংলাদেশ (এফ আর ই-বি) জাতীয় প্রেসক্লাব, ভিআইপি লাউঞ্জে একটি আলোচনা সভার আয়োজন করে।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেজর জীবন কানাই দাস(অব.) সভাপতি, এফআরইবি।  প্রধান অতিথি ছিলেন নাছিমা বেগম এনডিসি, চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ। বিশেষ অতিধি ছিলেন কাজী রিয়াজুল হক, সাবেক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ এবং সাইফুল আলম, সভাপতি, জাতীয় প্রেসক্লাব।

আলোচনা সভায় ফোরামের  সদস্য সংগঠনগুলো প্রতিনিধি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জ্যেষ্ঠ নাগবিক, নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তি ও মিডিয়া ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ড. শরিফা বেগম, সহসভাপতি, এফআরইবি। অনুষ্ঠান সঞ্চালন করেন আবুল হাসিব খান, মহাসচিব, এফআরইবি।