এভারকেয়ারে চিকিৎসকদের বিষেশ তত্ত্বাবধানে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট তীব্র হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে গঠিত মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে চিকিৎসক দলের একজন সদস্য জানান, হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় তার শ্বাসকষ্ট আরও বেড়েছে। এ কারণে তাকে কেবিনেই বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সোমবারও মেডিকেল বোর্ড বৈঠক করেছে এবং অতিরিক্ত কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা আগামী ২৪ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন বলে জানান তিনি।
এর আগে সন্ধ্যায় তিনি জানান, চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। রাতেই মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, তার বুকে সংক্রমণ ধরা পড়েছে এবং এতে হার্ট ও ফুসফুস উভয়ই আক্রান্ত হয়েছে। প্রথম ১২ ঘণ্টা তাকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়।
দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত নানা জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে তাকে নেয়া হচ্ছে।
বিআলো/শিলি



