• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এল-ক্লাসিকো হেরে মেজাজ হারালেন আনচেলত্তি 

     dailybangla 
    27th Oct 2024 6:11 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: লা লিগায় মৌসুমের প্রথম এল-ক্লাসিকো। দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচের দিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয় দেখতে হাজির সিংহভাগ সমর্থক। কিন্তু হলো তার উল্টো। নিজেদের মাঠে এক হালি গোল হজম করেছে কার্লো আনচেলত্তির দল। এমন ম্যাচে বার্সা কোচ কার্লো আনচেলত্তির ওপরও মেজাজ হারাতে দেখা গেছে আনচেলত্তিকে।

    ম্যাচের ৮৪ মিনিটে রাফিনিয়া যখন ব্যবধান ৪-০ করেন। তখন নিশ্চিত জয় ধরে নিয়ে পুরো বার্সা বেঞ্চ উল্লাসে ফেটে পড়ে। কেউ কেউ রিয়ালের ডাগআউটের মুখোমুখি হয়েও উদযাপন করেছেন। আর তখনই মেজাজ হারাতে দেখা যায় আনচেলত্তিকে। এ সময় বার্সা কোচের দিকে আঙুল উঁচিয়ে চড়া মেজাজে কথা বলেন আনচেলত্তি। যা নিয়ে উঠেছে প্রশ্ন। ম্যাচ শেষেও যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে দুই কোচকে। বার্সার উদযাপন অভদ্রোচিত ছিল বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন আনচেলত্তি।

    ডাগআউটে মেজাজ হারানো প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্লিকের সঙ্গে নয়, তার সহকারীর (মার্কাস সর্গ) সঙ্গে একটু সমস্যা হয়েছিল। সহকারী অভদ্রোচিতভাবে আমাদের বেঞ্চের সামনে উদযাপন করছিল। আমি ফ্লিককে স্বাভাবিকভাবেই ব্যাপারটি বলেছি এবং সেও একমত।’

    বিষয়টি নিয়ে কথা বলেছেন ফ্লিকও। তবে এসবকে বড় করে না দেখে আপাতত জয়টা উদযাপন করতে চান তিনি। বলেন, ‘আমি আসলে জানি না কী ঘটেছে। আমি কার্লোর সঙ্গে কথা বলেছি। যেকোনো গোল হজমের পর এমন কিছু ঘটা স্বাভাবিক। তবে হয়তো এমন কিছু হয়েছে যা উপযুক্ত নয়।’

    বার্সায় নিজের সময় নিয়ে ফ্লিক বলেন, ‘এই মুহূর্তে আমি তো বলব, আমরা ছন্দে আছি। দলের মানসিকতা অসাধারণ। আমরা এই জয় উপভোগ করতে পারি। খেলোয়াড়দের দুই দিনের ছুটি দিয়েছিৃউপভোগের জন্য দিনটা ভালো। তবে পরবর্তী ম্যাচগুলোর প্রতি মনোযোগও থাকবে।’

    গত ৪০ বছরের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার প্রথম কোচ হিসেবে ক্লাসিকোয় রিয়ালের মাঠে অভিষেকের পাশাপাশি জয়ও পেলেন ফ্লিক। তার আগে ১৯৮৪ সালে সর্বশেষ একই নজির গড়েন প্রয়াত ইংলিশ কোচ টেরি ভেনেবলস।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930