• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    “এসএমই ও এসএমএস খাতকে শক্তিশালী করে তরুণ উদ্যোক্তা তৈরি করবে সরকার” 

     dailybangla 
    11th Jan 2026 9:49 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টনে দৈনিক বিজনেস ফাইলের আয়োজিত আলোচনা সভায় শিল্প সচিব মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, সরকার এসএমই ও এসএমএস খাতের উন্নয়নের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবে। তিনি বলেন, চাকরির প্রতি নির্ভর না রেখে নতুন প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

    রোববার (১১ জানুয়ারি) নতুন বছরে ব্যবসায়ীদের প্রত্যাশা শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

    সভার উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. হালিদা হানুম আখতার। এতে সভাপতিত্ব করেন দৈনিক বিজনেস ফাইলের সম্পাদক অভি চৌধুরী।

    শিল্প সচিব বলেন, দেশের শিল্প খাতকে শক্তিশালী করতে সহজ অর্থায়ন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং নীতিগত সহায়তা বাড়ানো হবে। এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিল্প খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। তিনি আরও বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য, যা দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এম এ আউয়াল, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক এ কে এম নূরুন্নবী কবির। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ও বিকেএমইএ এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ সিআইপি, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও এম আর গ্রুপ চেয়ারম্যান মো. বজলুর রহমান এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা আবু মোতালেব, নিয়াজ আলী চিশতী, এম এ সাত্তার খান এবং ডালাস গ্লোবাল ইনভেস্টমেন্টের সিইও গ্রীনচাষী কামরুজ্জামান মৃধাসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।

    বক্তারা নতুন সরকারের কাছে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নীতিগত স্থিতিশীলতা এবং ব্যবসা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, সরকারি সহায়তা ও কার্যকর নীতি প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা ও শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ বৃদ্ধি পাবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031