এসএসসি পাশের ৩০ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুরে মতলব এসএসসি ’৯৫ বন্ধুদের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক: “বন্ধুত্বের বন্ধনে আমরা করব জয়”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ’৯৫ ব্যাচের বন্ধুদের ৩০ বছর পূর্তি উপলক্ষে মিলনমেলা।
সকাল ১০টা থেকেই উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কর্মরত মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার এসএসসি ’৯৫ ব্যাচের বন্ধুরা মিলিত হন এই আয়োজনে। দীর্ঘদিন পর একসঙ্গে হওয়ায় পুরো আয়োজনজুড়ে ছিল ঈদের আমেজ ও প্রাণবন্ত আবহ।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন লিও শফিক, রিয়েল কামাল ও হারুন কিসিঞ্জার মতলবী। তাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন মতলবের কৃতি সন্তান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি) সহযোগী অধ্যাপক ও নিউরোসার্জন ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব। এছাড়া বক্তব্য রাখেন জনাব আবু ইউসুফসহ অন্যান্য অতিথিরা।
দিনব্যাপী এই মিলনমেলায় বন্ধুরা মেতে ওঠেন শৈশব ও স্কুলজীবনের স্মৃতিচারণ, গল্প-আড্ডা ও আনন্দঘন মুহূর্তে। খাওয়া-দাওয়া, র্যাফেল ড্র, নাচ ও গানের মধ্য দিয়ে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
দীর্ঘ তিন দশক পরও বন্ধুত্বের বন্ধন অটুট রাখার এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে গভীর আবেগ ও আনন্দের ছোঁয়া এনে দেয়।
বিআলো/তুরাগ



