ঐতিহ্যবাহী মালখানগরের ষোলআনী মাঠে দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন–৩ এর ফাইনাল অনুষ্ঠিত
মোহাম্মদ ফয়সাল, সিরাজদিখান (মুন্সিগঞ্জ): উদয়ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এবং শাপলা কুঁড়ি ক্রীড়া চক্রের সহযোগিতায় আয়োজিত দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন–৩ এর ফাইনাল খেলা শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী ষোলআনী মাঠ, মালখানগর, সিরাজদিখান, মুন্সিগঞ্জে আয়োজিত এ টুর্নামেন্টে কাঠালতলী ইয়াং স্টার বনাম আশরাফুল টেলিকম—এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়।
ফাইনালে প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার ছিল ৩২ ইঞ্চি এলইডি টিভি। উত্তেজনাপূর্ণ খেলায় আশরাফুল টেলিকম বিজয়ী হয়। বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার এবং রানার্সআপ দলের হাতে দ্বিতীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান হন তন্ময়, সেরা বোলার নিপ্পন এবং ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আবির।
ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান সোহেল, সভাপতি, ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশন অব মালখানগর। উদ্বোধক ছিলেন তোফায়েল হোসেন মৃধা, প্রতিষ্ঠাতা সভাপতি, ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশন অব মালখানগর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, সহ-সভাপতি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক, ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশন অব মালখানগর।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. আবুল হোসেন বেপারী, সহ-সভাপতি; রোকনুজ্জামান কাঞ্চান, সহ-সভাপতি; আবুল হোসেন খান চঞ্চল, সহ-সাধারণ সম্পাদক; মো. শাহীন মিয়া, দপ্তর সম্পাদক; অনিল রায়, অর্থ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী নজরুল ইসলাম বাবুল, সাংবাদিক ও শাপলা কুঁড়ি ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্ত চক্রবর্তী।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন নিউজ ভিশন। মিডিয়া কভারেজে ছিলেন সাংবাদিক মোহাম্মদ ফয়সাল, দৈনিক সংগ্রাম ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি।
উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে দৃঢ় করে তোলে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্ববোধ গড়ে তোলে এবং তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে। নিয়মিত ক্রীড়া আয়োজন একটি সুন্দর, সচেতন ও ইতিবাচক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।
আয়োজক ও দর্শনার্থীরা জানান, এই টুর্নামেন্ট এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তারা সমাজে ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত হবে। ফাইনাল খেলায় দূরদূরান্ত থেকে আগত হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করেন।
বিআলো/ইমরান



